বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আবরার হত্যা মানবিক মূল্যবোধকে কষাঘাত করেছে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের নৃশংস হত্যাকান্ড মানুষের মানবিকতা এবং মানবিক মূল্যবোধকে কষাঘাত করেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দেশের মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে। সেই ছাত্ররা যখন তাদেরই কোনো সহপাঠীকে অমানুষিকভাবে পিটিয়ে হত্যা করতে পারে- তাহলে বুঝতে হবে, সমাজে কতটা অবক্ষয় নেমে এসেছে।  মানবিক মূল্যবোধের কতখানি পতন ঘটেছে। এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। গতকাল এক বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, যারা এ হত্যাকা  ঘটিয়েছে তারা যাতে কোনোভাবে রক্ষা না পায় সেদিকে সব পক্ষের নজর রাখতে হবে। আশা করি এ ব্যাপারে সরকারের কঠোর মনোভাবের বাস্তবায়ন ঘটবে। এ হত্যাকাে র প্রতিবাদে ছাত্ররা যে দাবি পেশ করেছে তা বিবেচনার জন্য আমি বুয়েট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। মুক্তিযোদ্ধা পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদিত : জি এম কাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা জাফর উল্লা মজুমদার আজাদকে আহ্বায়ক এবং মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভূঁইয়াকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর