শিরোনাম
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আনসার সদস্য হত্যা মামলায় ফাঁসি তিন ছিনতাইকারীর

আদালত প্রতিবেদক

রাজধানীর শ্যামলীতে ১৭ বছর আগে আনসার সদস্য ফজলুল হক হত্যা মামলায় তিন ছিনতাইকারীর ফাঁসির দ- দিয়েছে আদালত। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবু আবদুল্লাহ ভূঞা সাংবাদিকদের জানান, দ প্রাপ্তরা হলো- পাপ্পু ওরফে অন্তু, তারিকুর রহমান ওরফে শিবলী হোসেন ওরফে উজ্জ্বল এবং শুক্কুর আলী ওরফে সোহেল। মৃত্যুদে র পাশাপাশি আসামি শুক্কুর আলীকে আরেকটি  ধারায় যাবজ্জীবন কারাদ  এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল। জানা গেছে, ২০০২ সালের ১৩ মার্চ শ্যামলীর ২ ও ৩ নম্বর রোডে দায়িত্ব পালন করছিলেন আনসার কনস্টেবল আবদুল জলিল ফরাজী ও ফজলুল হক। বেলা  পৌনে ১টার দিকে ৩ নম্বর রোডের মাথায় কনস্টেবল আকমান হোসেন গুলির শব্দ শুনতে পান। তিনি এগিয়ে দেখেন, ফজলুল হক পড়ে আছেন। জলিল ফরাজী ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি করছেন। ছিনতাইকারীরা রিভলবার দিয়ে আকমান হোসেনকে গুলি করে।

আকমান হোসেনও তার শটগান দিয়ে এক রাউন্ড গুলি করেন। এ অবস্থায় ছিনতাইকারীরা জলিল ফরাজীকে গুলি করে দৌড়ে পালিয়ে যায়। পরে ফজলুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকমান হোসেন মোহাম্মদপুর থানায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর