বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগ দেশকে টর্চার সেলে পরিণত করেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

আবরার ফাহাদ হত্যা নিয়ে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে ২০১১ নম্বর কক্ষের শিক্ষার্থী বুয়েট ছাত্রলীগের আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহাকে অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছে দলটি। গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। তিনি বলেন, ‘গোটা দেশকে আজ টর্চার সেলে পরিণত করেছে আওয়ামী লীগ। যার পরিণতি হচ্ছে বুয়েট। এটা একদিনের ঘটনা নয়। নিয়মিত নিরীহ ছাত্রদের ওপর এ ধরনের অত্যাচার করে আসছে ছাত্রলীগের সন্ত্রাসীরা।’ রুহুল কবির রিজভী বলেন, শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষটি অমিত সাহার। এ কক্ষে আবরার ফাহাদকে ডেকে এনে নির্যাতন করে হত্যা করা হয়। অথচ সেই অমিত সাহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এজাহারেও নাম নেই। তাকে বহিষ্কারও করেনি ছাত্রলীগ। তাকে বাঁচাতে বুয়েট প্রশাসন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। বিএনপির এ নেতা বলেন, গোটা দেশকে এখন একটা টর্চার সেলে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো এখন কনসেনট্রেশন ক্যাম্প। ছাত্র-যুবক-আবাল-বৃদ্ধ-বনিতা সবাই এখন টর্চার সেলের নির্মম শিকার। যুবলীগের খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতারের পর সেখানে পাওয়া গেছে আধুনিক টর্চার সেল। যুবলীগের দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অফিসেও পাওয়া গেছে টর্চার সেল। অমিত সাহার কক্ষ যেখানে আবরার ফাহাদকে পিটিয়ে নৃশংস কায়দায় হত্যা করা হয় সেই কক্ষটিও একটি টর্চার সেল।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবীর মুরাদ, আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয়  নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর