শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অবৈধ পেট্রলপাম্প উচ্ছেদে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

অবৈধ পেট্রলপাম্প উচ্ছেদে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চায় সংসদীয় কমিটি

বাংলাদেশ রেলওয়ের জমি দখল করে কতগুলো পেট্রলপাম্প গড়ে উঠেছে এবং তা উচ্ছেদে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে অবৈধ দখলে থাকা রেলের জমি পুনরুদ্ধারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী সভায় এ বিষয়ে প্রতিবেদন পেশ করতে বলেছে কমিটি। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করার জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম এবং গাজী মোহাম্মদ শাহ নওয়াজ  বৈঠকে অংশ নেন। কমিটি সূত্র জানায়, কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছে জানতে চান, দশম সংসদের সংশ্লিষ্ট কমিটি রেলওয়ের জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা পেট্রলপাম্প উচ্ছেদের সুপারিশ করেছিল। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কতগুলো পেট্রলপাম্প চিহ্নিত করা হয়েছে? মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল না বলে প্রয়োজনীয় নথিপত্র আনা হয়নি। আগামী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে চট্টগ্রাম থেকে কক্সবাজারে নতুন  রেললাইন স্থাপন প্রকল্পের অগ্রগতি এবং ঢাকা থেকে চট্টগ্রাম হাইস্পিড ট্রেন চলাচলের জন্য রেললাইন স্থাপনের সমীক্ষা ও ডিজাইন প্রণয়ন কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর