শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
খুলনায় ভর্তি বাণিজ্য

থ্রি-ডক্টরস কোচিংয়ে অভিযান, পরিচালক পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সরকারি মেডিকেল কলেজে ভর্তির বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে খুলনার থ্রি-ডক্টরস ভর্তি কোচিংয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কোচিং সেন্টারের পরিচালক ডা. ইউনুস খান তারিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। গতকাল সকালে এ অভিযান চালানো হয়। নগরীর সিমেন্ট্রি রোডে (ফুল মার্কেট) অবস্থিত এই কোচিং সেন্টারে অভিযানের সময় ভবনের ২য় তলার সিসি ক্যামেরা ফুটেজ ও কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করা হয়। জানা গেছে, কোচিং সেন্টারের পরিচালক ডা. ইউনুস খান তারিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ও নগরীর রয়েল হোটেল মোড়ে ফাতিমা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আংশিক মালিক। অভিযোগ রয়েছে, মোটা অর্থের বিনিময়ে কারসাজি করে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সঙ্গে কোচিং সেন্টারটি জড়িত। শত কোটি টাকার ভর্তি বাণিজ্যের মাধ্যমে এখানে মেধাহীন ও অযোগ্য ছাত্রছাত্রীদের সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ দেওয়া হয়। বিগত দিনে থ্রি-ডক্টরসে কোচিং করেছেন এমন কয়েকজন শিক্ষার্থী যারা এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পায়নি তারাও সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ৭৩ করে নম্বর পেয়েছেন। তাদের লেখাপড়ার মানও নিম্ন। সংশ্লিষ্ট শিক্ষকদের আশঙ্কা, তারা কোনো কারসাজির মাধ্যমে ভর্তি পরীক্ষায় পাস করেছে।

 জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ধরনের অভিযোগের পর কোচিং সেন্টারটিতে অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র রোধসহ আরও কিছু বিষয় রয়েছে। কোচিং সেন্টার থেকে সিসি ফুটেজ ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। এছাড়া এ বিষয়ে ডা. তারিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর