শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে আনন্দমেলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবে আনন্দমেলা

জাতীয় প্রেস ক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা গতকাল ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাব সভাপতি সাইফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। শিশু আনন্দমেলা পরিচালনা করেন শিশু আনন্দমেলা ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ সাহা। প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, অঙ্ক দৌড়, বিস্কুট দৌড়, ভারসাম্য দৌড়, শুটিং, যেমন খুশি সাজো এবং মহিলাদের পিলো পাসিং, দড়ি টানাটানি, শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত এবং সদস্যদের স্ত্রী ও মেয়েদের লুডু প্রতিযোগিতা। আজ শনিবার রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লুডু প্রতিযোগিতা, বিচিত্রানুষ্ঠান এবং র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। এ কর্মসূচি শুরু হবে ১৩ অক্টোবর। শেষ হবে ২০ অক্টোবর। ৮ দিনের কর্মসূচির মধ্যে আছে দাবা প্রতিযোগিতা, এয়ারগান, এয়ারগান শুটিং (টেনিস কোট), টেবিল টেনিস প্রতিযোগিতা, স্পেড ট্রাম্প প্রতিযোগিতা, নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা, মিনি ম্যারাথন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সর্বশেষ খবর