শিরোনাম
রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রাজনীতি চলবে কিনা সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়গুলোয় সাংগঠনিক রাজনীতি চলবে কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। গতকাল সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, আবাসিক হলে র‌্যাগিং, বুলিংয়ের অপসংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসছে। পৃথিবীর বেশির ভাগ দেশেই তা আছে। এ নিয়ে সমস্যাও হচ্ছে। সেটি বন্ধের ক্ষেত্রে বুয়েটের ছাত্র, শিক্ষক, অভিভাবকদের আগে থেকেই  যদি উদ্যোগ থাকত তাহলে এ ধরনের ঘটনা ঘটত না। দীপু মনি বলেন, সব ক্ষেত্রে রাজনীতিকে দোষ দিলে হবে না। রাজনীতি ছাড়া দেশ চলে? আপনি যা কিছু করবেন তা রাজনৈতিক সিদ্ধান্তেই হয়। কিন্তু খেয়াল রাখতে হবে, রাজনীতিটা যেন সুষ্ঠু ও সুস্থধারার হয়। রাজনীতিকে যেন কেউ ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। পরে শিক্ষামন্ত্রী চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর