রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

লক্ষ্মীপূজা আজ

নিজস্ব প্রতিবেদক

আজ লক্ষ্মীপূজা। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের গৃহকোণ। পূজায় মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পায় চালের গুঁড়োর আল্পনায় লক্ষ্মীর ছাপ। লক্ষ্মী মানে শ্রী, সুরুচি। লক্ষ্মী সম্পদ আর সৌন্দর্যের দেবী। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা করে থাকেন। এ উপলক্ষে হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেন। লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়ে আজ রবিবার দিবাগত রাত আড়াইটায় শেষ হবে। এ সময়ের মধ্যেই পূজা সম্পন্ন করবেন পুরোহিত ব্রাহ্মণ। রাজধানীর কেন্দ্রীয় মন্দির ঢাকেশ্বরীসহ দেশের অনেক মন্দিরে এবং হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়িতে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হবে।

হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ অব্দি সবাই দেবী লক্ষ্মীর পূজা দিয়ে আসছেন। লক্ষ্মীদেবীর বাহন পেঁচা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর