রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

স্বাধীনতার পক্ষের সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার পক্ষের সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল ‘দেশবরেণ্য সাংবাদিকদের নিয়ে অপপ্রচারের বিচার চাই’ শিরোনামে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন -বাংলাদেশ প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং স্বাধীনতার পক্ষে লড়াই করা প্রথিতযশা সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা।

গতকাল সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘দেশবরেণ্য সাংবাদিকদের নিয়ে অপপ্রচারের বিচার চাই’ শিরোনামে গণমাধ্যমকর্মীদের মানববন্ধনে এমন অভিযোগ করেন বক্তারা। জয়বাংলা সাংবাদিক  মঞ্চ আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএফইউজের সাবেক মহাসচিব ওমর ফারুক। জয়বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এ আরাফাত, বিএফইউজের নির্বাহী সদস্য মামুনুর রশিদ, মফিজুর রহমান, মানিক লাল ঘোষ, আছাদুজ্জামান, ডিইউজের প্রচার সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, হরলাল রায় সাগর, কামরুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ ও ডিআরইউর সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। ড. এ আরাফাত বলেন, স্বাধীনতার পক্ষের দেশবরেণ্য সাংবাদিকদের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের আইনের আওতায় আনা হোক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর