রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে শিশু আনন্দমেলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবে শিশু আনন্দমেলা

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা - বাংলাদেশ প্রতিদিন

জাতীয় প্রেস ক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠান শুরু হয় ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ গানের মাধ্যমে। পরিবেশিত হয় ক্লাব সদস্যদের সন্তানদের সমবেত সংগীত, দলীয় ও একক নৃত্য এবং বুলবুল  ললিতকলা একাডেমির শিল্পীদের দলীয় নৃত্য। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন চ্যানেল আইয়ের খুদে গানরাজ-বিজয়ী শিল্পী পুষ্পিতা ও ভারতের জি-বাংলার শিশু প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচিত বাংলাদেশের শিল্পী সাম্মু। এ ছাড়া প্রখ্যাত জাদুকর আর পি সাহার ছেলে পি সি সাহা মনোমুগ্ধকর জাদু প্রদর্শন করেন। এর আগে বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী হাশেম খান। এ সময় জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শিশু ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক কল্যাণ সাহা, চিত্রশিল্পী আইনুল হক মুন্না উপস্থিত ছিলেন। একই সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় নারী ক্লাব সদস্য ও ক্লাব সদস্যদের মিসেসদের অংশগ্রহণে লুডু প্রতিযোগিতা। গত শুক্রবার শুরু হয় দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর