সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে টিফিন ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ

রাজশাহীর পিএন স্কুল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে কেনাকাটায় রয়েছে ভয়াবহ দুর্নীতি। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের টিফিন না দিয়েও তা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেন প্রধান শিক্ষক। এভাবে টিফিনের মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন তিনি। এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ, ক্রয় কমিটির চাহিদাপত্র ছাড়াই নিজের ইচ্ছেমতো কেনাকাটা করেছেন প্রধান শিক্ষক তৌহিদ আরা। বিলও তোলা হয়েছে। কিন্তু এসব বিলে আছে ব্যাপক অসামঞ্জস্য। প্রধান শিক্ষকের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, শিক্ষার্থীদের টিফিনের টাকা আত্মসাতের। শিক্ষার্থীদের ছুটির দিনেও রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়েছে টিফিনের বিল। প্রধান    শিক্ষকের বিরুদ্ধে কেনাকাটা ও মেরামতে দুর্নীতির বিস্তর অভিযোগ আছে। প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, ‘স্কুল পরিচালনার জন্য কেনাকাটা ক্রয় কমিটির মাধ্যমে করা হয়েছে। এর সব ডকুমেন্ট আমার কাছে আছে। আর টিফিনের টাকা আত্মসাতের অভিযোগও সঠিক নয়। একটি মহল পরিকল্পিতভাবে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর