সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

তিন দিনে সিএমপির ৯ থানার ওসিসহ ১৪ জনকে বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) গত তিন দিনে দুই দফায় ৯ ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৪ জনকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতরের নির্দেশে নগরীর চান্দগাঁও ও বন্দর থানার ওসিসহ সাতজন ইন্সপেক্টর ও ৬ জন ট্রাফিক ইন্সপেক্টরকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন চান্দগাঁও থানার ওসি আবুল কালাম আজাদকে চট্টগ্রাম রেঞ্জে, বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তীকে সিলেট রেঞ্জে, ডিবির পরিদর্শক আতিক আহমেদ চৌধুরীকে ঢাকার সিআইডিতে, সিটি এসবির ফজলুল করিম সেলিমকে সিলেট রেঞ্জে, সাইফুল আলম চৌধুরী, মর্জিনা আকতার মজু ও আসাদ করিম চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। এদিকে শনিবার আরও সাত ওসি ও চার ট্রাফিক ইন্সপেক্টরকে বদলির আদেশ জারি করেছে সিএমপি।

 সিএমপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার বাসিন্দারা সিএমপিতে চাকরি করতে পারবেন না, এমন কোনো নিষেধাজ্ঞা পুলিশ প্রবিধান ও সিএমপি অধ্যাদেশে নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন পদে সিএমপিতে কর্মরত চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের তালিকা তৈরির কাজ শনিবার স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন দামপাড়া পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) শফিকুল ইসলাম। পুলিশ সদর দফতর থেকে মৌখিক আদেশের পরিপ্রেক্ষিতেই চট্টগ্রামের বাসিন্দাদের তালিকা করার নির্দেশের কথা বলা হলেও পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) বলছেন, বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারবে সিএমপি। এর ৪৮ ঘণ্টার মধ্যেই সেই আদেশ বাতিল করেছে সদর দফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর