সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রংপুরে বসুন্ধরা সিমেন্টের নির্মাণ সংক্রান্ত কর্মশালা

রংপুর প্রতিনিধি

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্ট-এর আয়োজনে স্থাপনা নির্মাণে সচেতনতা বৃদ্ধিতে আমার বাড়ি আমার নিরাপত্তা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে রংপুর নগরীর সিক্স সিজনস কমিউনিটি সেন্টারে এ কর্মশালায় ৫০ জন স্থানীয় বাড়িওয়ালা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল, স্থাপনায় তথা বসতবাড়িতে অগ্নিনির্বাপণ ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা ও ভূমিকম্প পরবর্তী করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করা হয়। নিরাপদ বাড়ি নির্মাণে বসুন্ধরা সিমেন্টের বিকল্প নেই বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন। বসুন্ধরা সিমেন্টের বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কন্সালটেন্ট প্রকৌশলী তৌহিদ ফেরদৌস জানান, নিরাপদ আবাসন তৈরির জন্য যেসব গুণাবলির প্রয়োজন তার সব কটি বসুন্ধরা সিমেন্টে রয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক ওয়াহিদুল ইসলাম, উপসহকারী পরিচালক এ কে এম শামসুজ্জোহা, স্থানীয় সুপরিচিত স্থপতি এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান এবং ইঞ্জিনিয়ার শহীদ হাসান। বক্তারা বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কাশলী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের উইং ইনচার্জ আশিক আহমেদ, রংপুর ডিভিশনের ডিএসআই হুমায়ুন কবির, ডিএসআই ইঞ্জিনিয়ার শহীদ হাসান, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ, আবদুল গফুর এএসএম, রংপুর এরিয়ার বসুন্ধরা সিমেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর