সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতার পুকুরের মাছ লুট করল যুবলীগ নেতা-কর্মী!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলায় কয়েকজন যুবলীগ নেতার নেতৃত্বে প্রকাশ্যে এক আওয়ামী লীগ নেতার পুকুরের মাছ লুটের ঘটনা ঘটেছে। এ সময় পুকুরপাড়ের নৈশপ্রহরীর বাড়িও ভাঙচুর করে লুটপাটকারীরা। এ ছাড়া পুকুরের পাড়ে থাকা বিভিন্ন জাতের গাছ কেটে ফেলা হয়। তান্ডব চলে প্রায় ঘণ্টাব্যাপী। এ ঘটনায় মুন্ডুমালা পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ৮ জন যুবলীগ নেতার নাম উল্লেখসহ ৩০-৪০ জন ব্যক্তির বিরুদ্ধে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন। প্রকাশ্য দিবালোকে প্রায় ১০ লাখ টাকার মাছ লুট এবং ভাঙচুরের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ১১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে তানোর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহম্মেদ হোসেন সিজার, আরিফ রায়হান তপন, সাধারণ সম্পাদক যোবায়ের ইসলাম, মুন্ডুমালা পৌরসভা যুবলীগের সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে যুবলীগের ৩০-৪০ জন পুকুরে জাল নামিয়ে ঘণ্টাব্যাপী মাছ ধরেন। মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, মাছ লুট বা বাড়ি ভাঙচুরের ঘটনা সঠিক নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর