সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
বিশ্বব্যাংকের পূর্বাভাস

প্রবৃদ্ধিতে ভারতের চেয়ে এগিয়ে যাবে বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাসে বিষয়টি সামনে আসে।

সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে ৬ শতাংশে। তবে ২০২১ সালে এর কিছুটা উন্নতি হয়ে ৬.৯ শতাংশ এবং ২০২২ সালে তা ৭.২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিচ্ছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশের তুলনায় অনেক কম। অন্যদিকে বাংলাদেশের প্রবৃদ্ধি ২০১৮ সালের ৭.৯ শতাংশ থেকে বেড়ে চলতি অর্থবছর ৮.১ শতাংশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর