মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ইয়াবা ঠেকাতে একসঙ্গে কাজকরবে বিজিবি ও বিজিপি

টেকনাফে পতাকা বৈঠক

কক্সবাজার প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় টেকনাফে সমুদ্রসৈকত-সংলগ্ন সেন্ট্রাল রিসোর্টের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, পতাকা বৈঠকে ইয়াবা প্রতিরোধ, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান, অবৈধ অনুপ্রবেশ রোধ ও দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে। প্রায় সাত ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় বিজিবি প্রতিনিধি দলের প্রধান ও কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে সাজেদুর রহমান বলেন, ইয়াবার আগ্রাসন ঠেকাতে বাংলাদেশের পাশাপাশি মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নিজেদের সীমান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে। ইতিমধ্যে বিজিপি মিয়ানমার সীমান্তে ইয়াবার কয়েকটি চালান আটক করেছে বলে জানিয়েছে। তারা বৈঠকে আশ্বস্ত করেছে, ইয়াবা প্রতিরোধে তারা বাংলাদেশকে যে কোনো ধরনের সহযোগিতা করবে। বিজিবি-বিজিপি পতাকা বৈঠকে সীমান্তে সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একত্রে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে বৈঠকে অংশ নিতে মিয়ানমারের ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল মিং টুর নেতৃত্বে দেশটির ১৪ সদস্যের প্রতিনিধি দল সকালে টেকনাফ-মিয়ানমার  ট্রানজিট ঘাটে পৌঁছায়। সেখান থেকে সেন্ট্রাল রিসোর্টের বৈঠকে যোগ দেয় তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর