মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

গোলাম মুর্শিদ হত্যার রায় কার্যকরে সক্রিয় হচ্ছেন ছাত্রলীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গোলাম মুর্শিদ হত্যার রায় কার্যকরে সক্রিয় হচ্ছেন ছাত্রলীগ নেতারা

ছাত্রলীগ নেতা এস এম গোলাম মুর্শিদ হত্যার রায় কার্যকরের দাবিতে ফুঁসে উঠছেন ছাত্রলীগের সাবেক নেতারা। এরই মধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। উচ্চ আদালতে মামলাটি নিয়ে লড়তে সংগ্রহ করা হচ্ছে অর্থ।         বাংলাদেশ প্রতিদিনে ‘ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি এখন আওয়ামী লীগ নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এর পরই প্রায় দেড় দশক পর আলোচনায় আসে ছাত্রলীগ নেতা গোলাম মুর্শিদ হত্যার প্রসঙ্গটি। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু ছাত্রলীগ নেতা এস এম গোলাম মুর্শিদ গোলাম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। উচ্চ আদালতে মামলাটির কার্যক্রম স্থগিত আছে। ওই মামলায় জামিন নিয়ে এখন নগরী দাঁপিয়ে বেড়াচ্ছেন আজিজুল আলম বেন্টু। গোলাম হত্যার রায় কার্যকরের দাবিতে ও আওয়ামী লীগ নেতা বেন্টুকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠতে শুরু করেছেন ছাত্রলীগের সাবেক নেতারা। ছাত্রলীগ নেতা আমিনুর রহমান রুবেল তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘একজন ছাত্রলীগের নিবেদিতপ্রাণ ছাত্রনেতাকে (গোলাম) নির্মমভাবে খুন করে সদ্য আওয়ামী লীগে যোগদানকারীরা তারপর বিচারে যাবজ্জীবন কারাদন্ড হওয়ার পরও তারা দম্ভভরে ঘুরে বেড়াচ্ছে। কোন অদৃশ্য শক্তির যোগসাজশে?’

পলাশ চৌধুরী নামের আরেকজন লেখেন, ‘আর কোনো কথা শুনতে চাই না। এখন মহামান্য আদালতের নিকট দাবি একটাই। বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও জাতীয় পরিষদের সদস্য এস এম গোলাম মুর্শিদ গোলাম ভাইয়ের হত্যার বিচার চাই।’ নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক নেতা জানিয়েছেন, গোলাম মুর্শিদ হত্যা মামলাটি আবারও সচল করতে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। এ কারণে সাবেক নেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তারা আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতে আপিল করবেন মামলাটি সচলের জন্য। ছাত্রলীগ নেতা রুবেল বলেন, ‘আমরা গোলাম হত্যার বিচারের দাবিতে সোচ্চার হচ্ছি। সরকারের কাছে দাবি জানা”িচ্ছ আমাদের সহকর্মী গোলাম হত্যার রায় কার্যকরে পদক্ষেপ নেওয়া হোক। তা হলেই গোলামের আত্মা শান্তি পাবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর