মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
খুলনায় অটোরিকশা চালকদের ধর্মঘট

হার্ডলাইনে খুলনা সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীতে যাত্রী পরিবহন ও চলাচলের অনুমতির দাবিতে ধর্মঘট শুরু করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। একই সঙ্গে তারা ব্যাটারিচালিত ইজিবাইক প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাড়তি ভাড়া দিয়ে তাদের টেম্পো, মাহেন্দ্র ও ইজিবাইকে যাতায়াত করতে হচ্ছে।

এদিকে নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে সিটি করপোরেশনের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। এ ছাড়া নগরীতে থাকা ৩৮৭টি রিকশার ব্যাটারি চার্জিং পয়েন্ট থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয়েছে। এসবের প্রতিবাদে গতকাল সকাল থেকে নগরীর সাত রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন রিকশাচালকরা। পরে জাতিসংঘ পার্ক হয়ে মহানগরী আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। অটোরিকশা শ্রমিক-মালিক ঐক্য পরিষদের সহসভাপতি সেলিম শিকদার বলেন, ‘রিকশার ব্যাটারি চার্জিং পয়েন্ট থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এমন খবর শুনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’ কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না বলেন, ‘১৫ অক্টোবর রিকশা থেকে ব্যাটারি অপসারণ কার্যক্রম শুরু হবে। কোনো আন্দোলনে এ কার্যক্রম বন্ধ হবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর