মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ড. ইউনূসের মামলার কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর্মচারীদের চাকরিচ্যুত করার তিন মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানাসহ মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট।

মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মোহাম্মাদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে ড. ইউনূসের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। মামলা

সূত্রে জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্সে কিছু শ্রমিক ট্রেড ইউনিয়ন করতে চাইলে তাতে বাধা দিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন শ্রমিক ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকে বিবাদী করে মামলা করেন। মামলায় আসামিদের উপস্থিতির দিন ধার্য ছিল গত ৯ অক্টোবর। অপর দুই আসামি নাজনীন সুলতানা ও খন্দকার আবু আবেদীন উপস্থিত থাকলেও বিদেশে অবস্থান করায় ড. ইউনূস উপস্থিত ছিলেন না। এ কারণে ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর