শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

যুবলীগ নেতার হাত কেটে নিল প্রতিপক্ষ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করা হয়েছে। উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল বাজারে এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা আকতারুজ্জামান সুমন সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক উল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক ও সাইকচাইল বাজারের ব্যবসায়ী। এদিকে সুমনের ওপর নৃশংস হামলার ঘটনায় গতকাল প্রতিবাদ সভা করেছে সাইকচাইল বাজার ব্যবসায়ী সমিতি। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান  সায়েদুর রহমান দুলাল, প্যানেল চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম ভেন্ডার, আওয়ামী লীগ নেতা নুরুল আলম হিরণ ও সাইকচাইল বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোবারক উল্লাহ। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত রবিবার রাতে সাইকচাইল গ্রামের মো. সাদেক আলীর ছেলে রবিউল হোসেন (৩৩), মৃত শামসুল হক মেম্বারের ছেলে কামরুজ্জামান সুজন (৩০), হেদায়েত উল্লাহর ছেলে শাহজাহান সাজু (৪২) ও মৃত নুরুল হকের ছেলে মো. সেলিম (৪০)       অজ্ঞাত কয়েকজনকে নিয়ে সুমনের দোকানে হামলা চালায়। হামলায় সুমনের বাম হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে সুমনের ভাই, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বলেন, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের ওপর হামলা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত শাহজাহান সাজু বলেন, সুমনের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। ওইদিন ওষুধ কিনতে সাইকচাইল বাজারে গিয়ে দেখি কিরিজ হাতে রবিউল হোসেন চিৎকার-চেঁচামেচি করছে। বাজারের ব্যবসায়ীসহ আমরা তাকে থামানোর চেষ্টা করেছি। এর কিছুক্ষণ পরই শুনতে পাই রবিউল সুমনকে কুপিয়েছে। অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। মনোহরগঞ্জ থানার ওসি মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, আহত সুমনের ভাই, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর