বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের সমাবেশ ২২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বিকালে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর ড. কামাল হোসেন সাংবাদিকদের এ কথা জানান। গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ফ্রন্টের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি দুটি হচ্ছে- আবরার হত্যার প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে গণস্বাক্ষর অভিযান এবং    ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ২২ অক্টোবর বিক্ষোভ সমাবেশ। রেজা কিবরিয়া বলেন, ‘গণস্বাক্ষর অভিযান দেশে-বিদেশে করা হবে। এর ফরমেট কী হবে তা ফ্রন্টের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।’ মতিঝিলে নিজ চেম্বারে ড. কামাল হোসেনের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এ বৈঠক হয়। কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আ স ম আবদুর রব, তানিয়া রব, ইকবাল হাসান মাহমুদ টুকু, আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক হোসেন, মাহমুদুর রহমান মান্না, নুরুল আমিন ব্যাপার, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর