বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কিশোরগঞ্জে বিচারকের বিরুদ্ধে মামলা দায়ের

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে আদালতের এজলাসে এক আইনজীবীকে হাতকড়া পরানোর আদেশ দেওয়ায় সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল অ্যাডভোকেট মীর ইকবাল হোসেন বিপ্লব বাদী হয়ে কিশোরগঞ্জ ১ নং আমল গ্রহণকারী আদালতে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে আদালত এখন পর্যন্ত কোনো আদেশ প্রদান করেনি। আদালত ও অন্যান্য সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সোলায়মানের আদালত থেকে পেশকারকে বলে একটি   মামলার নথি নিয়েছিলেন অ্যাডভোকেট মীর ইকবাল হোসেন বিপ্লব। গতকাল আদালতের কার্যক্রম চলাকালে নথি খুঁজে না পাওয়ায় আইনজীবী মীর ইকবাল হোসেন বিপ্লবকে ডেকে নিয়ে এজলাসে তাকে হাতকড়া পরানোর আদেশ দেন বিচারক। সঙ্গে সঙ্গে কোর্ট পুলিশ তার হাতে হাতকড়া পরায়। এ খবর ছড়িয়ে পড়লে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। পরে জেলা আইনজীবী সমিতি এক জরুরি সাধারণ সভায় মিলিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সোলায়মানের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর