বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় সড়ক সংস্কারে নিম্নমানের কাজ, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বটিয়াঘাটায় প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কারে নি¤œমানের ইট ও মাটিযুক্ত বালি ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ছাড়া পিচ ঢালাইয়ের আগে ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ, যেনতেনভাবে খোয়া-বালি ও বিটুমিন দিয়ে সড়ক সংস্কার করা হলে তা দীর্ঘদিন টিকবে না। এদিকে নি¤œমানের কাজের প্রতিবাদে গতকাল এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। তারা অবিলম্বে সড়কটির উন্নয়নে টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। আমিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফেরদৌস মল্লিক বলেন, নি¤œমানের ইট দিয়ে সড়কটি কোনো মতে সংস্কার করছেন ঠিকাদার। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।

সর্বশেষ খবর