শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে ডিফেন্স স্টাফ কলেজ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে ডিফেন্স স্টাফ কলেজ প্রতিনিধি দল

বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কার্যালয়গুলো গতকাল পরিদর্শন করেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০১৯-২০ কোর্সে অংশগ্রহণকারী দেশি-বিদেশি সামরিক কর্মকর্তারা -বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা গ্রুপের সহযোগী গণমাধ্যম প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগুলো পরিদর্শন করেছেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) এবারের (২০১৯-২০) কোর্সের ২৫৫ জন দেশি-বিদেশি সামরিক কর্মকর্তা। গতকাল দুপুরে প্রধান প্রশিক্ষক ব্রিগেডিয়ার জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইডব্লিউএমজিএল কার্যালয়ে এসে পৌঁছায়। সহযোগী প্রতিষ্ঠানগুলোর সম্পাদক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তাদের স্বাগত জানান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিইও নঈম নিজাম। এ সময় কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, কনসালটিং এডিটর নাদিম কাদির, বাংলানিউজটোয়েন্টিফোর.কম সম্পাদক জুয়েল মাজহার, রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ, নিউজ টোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান ও হেড অব নিউজ রাহুল রাহা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি ইডব্লিউএমজিএলভুক্ত বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন, নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও ক্যাপিটাল রেডিও কার্যালয় ঘুরে দেখেন। এর আগে তারা এক মতবিনিময় অনুষ্ঠানে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাম্প্রতিক প্রবণতা, মিডিয়া ব্যবস্থাপনার খুঁটিনাটি সম্পর্কে জানতে চান। শান্তি, সংঘাত ও যুদ্ধে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে ধারণা নেন। প্রধান প্রশিক্ষক ব্রিগেডিয়ার জেনারেল এস এম কামরুল হাসান বলেন, ‘কোর্স কারিকুলামের অংশ হিসেবে আমাদের গণমাধ্যম পরিদর্শন করতে হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া দেশের সবচেয়ে বড় গণমাধ্যম প্রতিষ্ঠান। এর আওতাধীন বাংলাদেশ প্রতিদিন দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক। তৃতীয় অবস্থানে আছে কালের কণ্ঠ। গণমাধ্যমগুলো পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপকে ধন্যবাদ।’ তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের গণমাধ্যম বড় ভূমিকা পালন করছে। দেশে-বিদেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অনেক সফলতা রয়েছে। আমরা চাই গণমাধ্যমের মাধ্যমে এসব সফলতা মানুষ জানতে পারুক।’ গত সাত বছর ধরে কোর্স কারিকুলামের অংশ হিসেবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে আসছেন সশস্ত্র বাহিনীর বিভিন্ন কোর্সের প্রতিনিধিরা। এবারের পরিদর্শনে ৩৬ জন প্রশিক্ষকের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর ২১৯ জন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ক্যাপ্টেন পদমর্যাদার প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ৪৬ জন ছিলেন বিদেশি প্রশিক্ষণার্থী। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ছাড়াও ভারত, চীন, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, সাউথ আফ্রিকা, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, জাম্বিয়া, উগান্ডা, তুরস্ক, সুদান, সিয়েরালিওন, ফিলিপাইন, ফিলিস্তিন, নেপাল, মালদ্বীপ, ইন্দোনেশিয়া ও কুয়েতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ছিলেন। সবশেষে তারা বসুন্ধরা গ্রুপের ছাপাখানা ঘুরে দেখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর