শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রামে মানববন্ধন

গণমাধ্যমকে বিতর্কিত করার অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে গতকাল এক মানববন্ধনে গণমাধ্যমকে বিতর্কিত করার সবরকম অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রাম নাগরিক উদ্যোগ। এতে সভাপতিত্ব করেন উদ্যোগের আহ্বায়ক বিএফইউজে সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

বিকালে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের চরিত্রহনন সরকারকে পঙ্গু করে দেওয়ার অপচেষ্টা। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত করার প্রবণতা মূলত উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির যাত্রাকে ব্যাহত করারই ষড়যন্ত্র। সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে ম্লান করতে পরিকল্পিতভাবে ক্যাসিনো কালো টাকার মালিক সন্ত্রাস ও মৌলবাদের দোসররাই দেশে ও দেশের বাইরে থেকে গণমাধ্যমকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। তাদের বিরুদ্ধে তথ্যমন্ত্রী, বিআরটিসিসহ দায়িত্বশীলদের শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানান বক্তারা। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়ে বিশিষ্ট কলামিস্ট পীর হাবিবুর রহমান ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদসহ সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লাগামহীন মিথ্যাচারের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশের প্রতি একাত্মতা জানিয়ে একটি বার্তায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মুক্তিযোদ্ধা  প্রফেসর মো. ইদ্রিস আলী, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চসিক কাউন্সিলর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য হাসান মুরাদ বিপ্লব, প্রবীণ আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম কক্সি, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমান প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর