শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সাশ্রয়ী মূল্যে শরৎ

সাংস্কৃতিক প্রতিবেদক

সাশ্রয়ী মূল্যে শরৎ

শিল্পরসিকদের সাশ্রয়ী মূল্যে শিল্পকর্ম সংগ্রহের সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে উত্তরার গ্যালারি কায়া। প্রদর্শনীতে ছবির দাম রাখা হয়েছে মাত্র চার হাজার থেকে ৭১ হাজার টাকার মধ্যে। আর প্রদর্শনীটি সাজানো হয়েছে বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য শিল্পীদের ছবি দিয়ে। গতকাল বিকালে শুরু হয় ‘অ্যাফোরেডবল অটাম’ শিরোনামের এ প্রদর্শনী। ২ নভেম্বর শেষ হবে ষোল দিনের এই আয়োজন।  রঙের গাড়ির প্রদর্শনী : ২০১৭ সালে যাত্রা শুরু করেছে শিল্পের নতুন সংগঠন ‘রঙের গাড়ি’। জলরং চর্চার প্রসার, বিকাশ ও তরুণ শিল্পীদের অনুপ্রেরণা দিতেই এই সংগঠনটির পথচলা শুরু। আর এই সংগঠনের পক্ষ থেকে এরই মধ্যে আয়োজিত হয়েছে কর্মশালা ও আর্টক্যাম্প। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. রশীদ আমিন। শিল্পী মহিউদ্দিনের প্রদর্শনী শুরু : শিল্পী মহিউদ্দিন আহমেদ মহিমের শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেস দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে ‘পরিপাশ্বের প্রভাব-৫’ শীর্ষক চিত্রপ্রদর্শনী। গতকাল বিকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী  হামিদুজ্জামান খান। শিল্পী ইসমাইল চৌধুরীর প্রদর্শনী : জাতীয় জাদুঘর এবং ইসমাইল-সুজুকি আর্ট গ্যালারির  যৌথ উদ্যোগে গতকাল জাদুঘরে শুরু হয়েছে শিল্পী ইসমাইল চৌধুরীর ‘রিদম অব ন্যাচার’ প্রদর্শনী।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর