শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অনির্বাচিতদের শুদ্ধি অভিযানে দুর্নীতি নির্মূল হবে না

-------- আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

অনির্বাচিত সরকারের শুদ্ধি অভিযানে দুর্নীতি পুরোপুরি নির্মূল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সকালে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশে দুর্নীতি-দুর্বৃত্তায়নের এখন যে চিত্র, তাতে ১০-২০টা অভিযানের মাধ্যমে এ দুর্নীতি শেষ হবে না। লাখো অভিযান চালিয়েও এ দুর্নীতি, এ দুর্বৃত্তায়ন শেষ হবে না।  জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ মানববন্ধন হয়। এতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা কাদের গনি চৌধুরী, রফিক শিকদার, ফরিদ উদ্দিন, কাজী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সম্পাদিত চুক্তির প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, ভারত সরকারের বিরুদ্ধে এখানে কিছু বলার প্রয়োজন নেই। ভারতে একটি নির্বাচিত সরকার আছে। জনগণ ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার করেছে এবং সেই সরকার ভোটারদের প্রতি তার দায়িত্ব পালন করতে গিয়ে তারা যা পাওয়ার নয়, তার চেয়ে বেশি বাংলাদেশ থেকে নিয়ে নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর