রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কজুড়ে দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কজুড়ে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল দীর্ঘ যানজটের সৃষ্টি হয় -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা ব্রিজের পূর্ব পাড় থেকে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ব্রিজের পূর্ব পাড়ের রাস্তায় মেরামতকাজ চলার কারণে এ অবস্থা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তারা। গতকাল বিকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষসহ যানবাহনে যাতায়াতকারীরা। জানা গেছে, মেঘনা সেতুর পূর্ব পাড় থেকে রাস্তা মেরামতের কাজ চলছে। এই সেতুর তিনটি লেন দিয়ে যানবাহন পারাপার হয়। কিন্তু রাস্তা মেরামতের কারণে এখন সেতুর পূর্ব দিক থেকে মাত্র একটি লেন দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। স্বাভাবিকভাবেই মহাসড়কজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত সংগ্রহ করা খবর অনুযায়ী, সেতুর পূর্ব পাড় থেকে যানজট দীর্ঘ হয়ে সোনারগাঁয়ের জামালদি ও ভবেরচর হয়ে তা মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটিার এলাকায় ভয়াবহভাবে বিস্তৃত হয়। এতে ঢাকাগামী বা দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী সাধারণ মানুষ বিশেষ করে মেঘনা সেতুর পূর্ব পাড়ের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। এদিকে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র একটি লেন দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। বিশেষ করে ট্রাক পারাপারে সময় বেশি নষ্ট হচ্ছে। এতে যানজটে যানবাহন আটকে থাকছে, কখনো সেগুলো থেমে থেমে এগোচ্ছে। সূত্র জানায়, রাস্তা মেরামত করতে সরকারের কাছ থেকে ১৫ দিন সময় নেওয়া হয়েছে। এ বিষয়ে সন্ধ্যা ৭টায় মুঠোফোনে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে পুলিশের ওসি মো. মোজাফ্ফর বলেন, যানজট মূলত মেঘনা টোলপ্লাজা সেতুর পূর্ব পাড়ে লেগেছে। সেটি ওই এলাকায় জামালদি হয়ে ভবেরচর পর্যন্ত ঠেকেছে। তিনি আরও জানান, সেতুর পাড়ের রাস্তা মেরামতের কাজ চলছে। এই কাজ শেষহতে ১৫ দিন লাগবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তাই কিছু করার নেই। সাধারণ সেতুর তিনটি লেন চালু থাকলেও যানবাহনের চাপ সামলাতে হয়। সে ক্ষেত্রে একটিমাত্র লেন বর্তমানে খোলা আছে। তাই এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবারের মতো গতকালও দাউদকান্দির শহীদনগর থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ব্রিজের ওপারেও যানজট ছড়িয়ে পড়ে। দীর্ঘ যানজটে চরম  ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আটকে পড়া নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা গরমে আরও বেশি বিপাকে পড়েন। বিশেষ করে অ্যাম্বুলেন্স ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় রোগীরা ভোগ করেন সীমাহীন দুর্ভোগ। দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকে  মেঘনা সেতুর উভয় পাশে এই যানজট ছড়িয়ে পড়ে। এ ছাড়া বাস, ট্রাক চালকরা কার আগে কে যাবেন প্রতিযোগিতায় লিপ্ত হওয়ায় যানজট আরও তীব্র হয়। ঢাকামুখী প্রাইভেট কারের যাত্রী ইমাম হাছান জানান, তিনি শুক্রবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা থেকে ঢাকায় যাত্রা করেন। মেঘনা ব্রিজে গিয়ে আটকা পড়েন। রাত দেড়টায় গিয়ে ঢাকা পৌঁছেন। ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাসের চালক কামাল হোসেন বলেন, দেড় থেকে দুই ঘণ্টায় যাতায়াত করতাম। এখন যানজটের কারণে ঢাকা থেকে কুমিল্লা আসতে ছয়-সাত ঘণ্টা সময় লাগছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর