রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সম্মেলন সামনে রেখে দলকে পরিষ্কার করার কাজে হাত দিয়েছি

-তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমাদের সংগঠনে অনেক আগাছা-পরগাছা ঢুকেছে এবং অনেকে নানাভাবে পদ পেয়েছে। এই আগাছা-পরগাছাদের সংগঠনের সব পর্যায় থেকে দূর করতে হবে। আওয়ামী লীগের সম্মেলন ২০ ও ২১ ডিসেম্বর। সম্মেলন সামনে রেখে আমরা দলকে পরিষ্কার করার কাজে হাত দিয়েছি।’

তিনি গতকাল বেলা ১১টায় জে এম সেন হল প্রাঙ্গণে আয়োজিত চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, আওয়ামী লীগের অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো থেকে আগাছা-পরগাছা দূর করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের আহ্বায়ক নুরুল আমিন মানিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শওকত আলী। প্রধান বক্তা ছিলেন তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব রত্নাকর দাশ টুনু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর