রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
বগুড়ায় মানববন্ধন

ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ডাক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সম্মিলিত নাগরিক জোট, বগুড়ার উদ্যোগে গতকাল বেলা ২টায় শহরের সাতমাথায় অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তারা দেশে ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার সুরক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এ আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব আবদুস সালাম বাবু। বক্তারা বলেন, রাজনৈতিক ভাষ্যকার ও তুখোড় বিশ্লেষক পীর হাবিব তার পরিশীলিত মেধা, যুক্তিবোধ আর বিবেকের দাসত্বের কারণে আজ জনহৃদয়ে স্থান করে নিয়েছেন। তার লেখায় সত্য প্রকাশ হয়ে অনেকের মুখোশ উন্মোচন হয়। সেজন্যই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। বক্তারা এই দুষ্টচক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। মানববন্ধনে বক্তাদের মধ্যে ছিলেন- বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক ও হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ডা. এস এম মিল্লাত হোসেন, নাগরিক জোট সমন্বয়কারী রেজাউল বারী দিপন, জেলা পরিষদ সদস্য আবদুল করিম, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাজেদুর রহমান সিজু, শুভ সংঘের সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আবদুর রহমান টুলু, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লি. বগুড়া প্রেস ইউনিটের সিনিয়র এক্সিকিউটিভ (প্রশাসন) কারিম উল্লাহ, স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি এইচ আলিম, স্বাধীনতা হোমিও চিকিৎসক পরিষদের সা. সম্পাদক ডা. হুমায়ুন কবীর, ডা. শাহ গাজী, প্রভাষক আল আমিন, সংস্কৃতজন জি এম ড্যারিন পারভেজ, রেজওয়ান ইসলাম, প্রণব স্যানাল, সহকারী অধ্যাপক নাছিরুজ্জামান টিটো, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সা. সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব, সাংবাদিক বাবু বসুধা, বজলুর রশিদ সুইট, সাখাওয়াত হোসাইন জনি, আল আমিন, রঞ্জু ইসলাম, যুবনেতা লিটন রহমান, রুহুল আমিন, শাহিনুর রহমান সাহিন, আবদুর রউফ রক্তিম, আবদুর রহমান সম্রাট, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লি. বগুড়া প্রেস ইউনিটের সুপারভাইজার গোপাল চন্দ্র রায়, কোরবান আলী, হাসমত আলী খান, হাজী আজম আলী, রতন কুমার রায়, জহুরুল ইসলাম, আউয়ুব আলী, সফিকুল ইসলাম, বিজয়, ইসমাইল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর