রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

গঙ্গা-যমুনায় চার নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

গঙ্গা-যমুনায় চার নাটক

১০ দিনের ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে সরব রাজধানীর ছয়টি মঞ্চ। উৎসবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিন মিলনায়তন ও নাটক সরণিখ্যাত বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটক মঞ্চায়নের পাশাপাশি একাডেমির উন্মুক্ত মঞ্চ ও সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে নাচ, গান, আবৃত্তি, পথনাটকসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। গতকাল ছিল ১০ দিনের এই উৎসবের নবম দিন। এ দিন সন্ধ্যা ৭টায় একযোগে চার মিলনায়তনে মঞ্চায়ন হয় চারটি নাটক। এর মধ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাট্যচক্রের ‘ভদ্দরনোক’, পরীক্ষণ থিয়েটার হলে ভারতের বেলঘরিয়া রূপতাপস প্রযোজিত ‘এলা এখন’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাট্যম রেপার্টরির নাটক ‘ডিয়ার লায়ার’। একই সময়ে মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ন হয় শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘তৃতীয় একজন’।  সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়নের আগে বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত একাডেমির উন্মুক্ত মঞ্চ ও সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে নাচ, গান, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় দেশের প্রতিশ্রুতিশীল শিল্পীরা। আজ রবিবার শেষ হবে ১০ দিনের এই নাট্য ও সাংস্কৃতিক উৎসব। মহাকালের বাংলা নাট্যোৎসব : মহাকাল নাট্যসম্প্রদায়ের তিন যুগের পথচলাকে স্মরণীয় করে রাখতে ১০ দিনের নাট্য উৎসবের আয়োজন করেছে নাটকের এ দলটি। কাল সোমবার শুরু হবে ‘বাংলা নাট্যোৎসব ২০১৯’ নামের এই উৎসব। একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হল, মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন এবং দনিয়ার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে উৎসবের নাটকগুলো। গতকাল শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর