Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২০ অক্টোবর, ২০১৯ ০১:৫২

আওয়ামী লীগ নেতাদের তোপের মুখে পলক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নেতাদের তোপের মুখে পলক

নৌকার বিপক্ষে গিয়ে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করায় কেন্দ্রীয় নেতাদের সামনে জেলা আওয়ামী লীগ নেতাদের তোপের মুখে পড়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল বিকালে নাটোর শহরের স্টেশন এলাকায় নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মালেক শেখ জানান, দলীয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে গিয়ে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করায় তোপের মুখে পড়েন পলক। সকাল ১০টায় বর্ধিত সভা শুরু হয়। একে একে উপজেলা, পৌর ও জেলা আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন। একপর্যায়ে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী পলকের বক্তব্যের সময় এলে প্রতিবাদ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এমপি শিমুল এ সময় বলেন, গত উপজেলা নির্বাচনে সিংড়ায় নৌকা প্রতীকে মনোনয়ন পান শফিকুল ইসলাম শফিক। কিন্তু ওই সময় পলক নৌকার বিরোধিতা করে তার পছন্দের অন্য একজন প্রার্থী আদেশ আলীর পক্ষে প্রকাশ্যে কাজ করেন। এমপির এ বক্তব্যে সমর্থন জানান উপস্থিত নেতারা। তারাও এমন কাজের প্রতিবাদ করে এসব নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি করেন। পরে পলককে বর্ধিত সভায় বক্তব্য দিতে দেওয়া হয়নি। এদিকে সম্প্রতি জেলা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অমান্য করে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে সিংড়া উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে সিংড়া উপজেলা আওয়ামী লীগ। এ নিয়েও পলকের ওপর ক্ষুব্ধ নেতা-কর্মীরা। বর্ধিত সভা ও এর বাইরে এই অবৈধ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন নেতা-কর্মীরা। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম, বিশেষ অতিথি ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর