রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রাশিয়া-ব্রাজিলে মুক্তবাণিজ্য চুক্তির সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

সিআইএস চেম্বারের সেমিনারে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাশিয়া ও ব্রাজিলের সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বা মুক্তবাণিজ্য চুক্তি করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘রাশিয়া ও ব্রাজিলের ৫০ কোটি মানুষের বাজার মুক্তবাণিজ্য চুক্তির মাধ্যমে ধরতে পারলে আমরা সফল হব। ব্রাজিল তৈরি পোশাক নেওয়ার বিপরীতে গরুর গোশত দিতে চায়, এটি একটি সমস্যা। তাই গরুর গোশত এনে লোকসান হলেও তৈরি পোশাক দিয়ে কী পরিমাণ লাভ হবে তা আমাদের বের করতে হবে।’

গতকাল রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে সিআইএস-বিসিসিআই আয়োজিত ‘ফস্টারিং গ্লোবাল ফ্রি ট্রেড রিলেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কমনওয়েলথ অব ইনডিপেন্ডেন্ট স্টেট (সিআইএস)-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) সভাপতি মো. হাবিব উল্লাহ ডনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, রুশ রাষ্ট্রদূত আলেকজান্দার আই ইগনোতভ, সিআইএস-বিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন আকাশ প্রমুখ। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা এখন পর্যন্ত একটি দেশের সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তি করতে পারিনি। শ্রমিক অধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক নীতি সব দেশে প্রয়োগের জন্য চাপ সৃষ্টি করতে হবে। অন্যথায় আমরা প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর