সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

গভীর রাতে বিএম কলেজের তিন ছাত্রাবাসে অভিযান

টের পেয়ে পালিয়েছে অনেকে, ৩ কক্ষ সিলগালা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ৩টি ছাত্রাবাসে অভিযান চালিয়েছে কলেজ প্রশাসন। গত শনিবার রাত ১১টার পর ছাত্রাবাস ৩টিতে পর্যায়ক্রমে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি ছাত্রাবাসের ৩টি কক্ষ সিলগালা করে দেওয়া হয়। অভিযান চালানো ৩টি ছাত্রাবাস হলো- অশ্বিনী কুমার হল, ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হল (মুসলিম হল) এবং জীবনানন্দ দাশ হল (হিন্দু ছাত্রাবাস)। ছাত্রাবাস ৩টিতে মাদকসেবী ও বহিরাগত সন্ত্রাসীরা অবস্থান করে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালায় অভিযোগের প্রেক্ষিতে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির জানান, অভিযান চালানো ৩টি ছাত্রাবাসের একাধিক কক্ষ দখল করে বহিরাগতরা মাদক ও জুয়ার আসর বসায় বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত ১১টা থেকে ২টা পর্যন্ত ছাত্রাবাসগুলোতে কলেজ প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। এ সময় অশ্বিনী কুমার ছাত্রাবাসের ‘এ’ ব্লকের ৩০১ ও ৩১০ এবং ‘বি’ ব্লকের ২১৫ নম্বর কক্ষ তিনটি রহস্যজনকভাবে খালি থাকায় সিলগালা করে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর