সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সপ্তাহের শুরুতে উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে কিছুটা উত্থানে শেষ হয়েছে  শেয়ারবাজারের লেনদেন। তবে সূচক কিছুটা বাড়লেও  বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮২ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩১২ কোটি ৬৩ লাখ টাকার। আগের দিন হয়েছিল ৩১৩ কোটি ১৪ লাখ টাকার লেনদেন। লেনদেনে অংশ নেওয়া ৩৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দর  বেড়েছে, কমেছে ১৮০টি এবং ৪৩টির দর অপরিবর্তিত থাকে। টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল টিউবস, স্ট্যান্ডার্ড সিরামিক, মুন্নু জুট স্টাফলার্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩০ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৯টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।  লেনদেন হয়েছে ৫১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। 

২৩৮ কোটি টাকা তুলবে ওমেরা পেট্রোলিয়াম : ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ২৩৮ কোটি ৪৩ লাখ টাকা সংগ্রহ করবে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড।            এরমধ্যে ১৮৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে কোম্পানিটি ৩ হাজার ৮০০ মেট্রিক টন এলপিজি ধারণ ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক মানের  সমুদ্রগামী জাহাজ কিনবে। ঋণ পরিশোধে ব্যয় হবে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রোড শো’ অনুষ্ঠানে কোম্পানির উদ্যোক্তারা এ তথ্য জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর