সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জাপান গেলেন রাষ্ট্রপতি

কূটনৈতিক প্রতিবেদক

জাপান গেলেন রাষ্ট্রপতি

জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে টোকিওর উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বেলা দেড়টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি হামিদ টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। স্ত্রী রাশিদা খানমও এই সফরে তার সঙ্গে রয়েছেন। জাপান সরকারের আমন্ত্রণে আট দিনের এই সফরে তিনি অন্যান্য দেশের সরকার-রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠক করতে পারেন। আগামী ২২ অক্টোবর সিংহাসনে আরোহণ করবেন জাপানের নতুন সম্রাট নারুহিতো। টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় এই আয়োজনে ১৭০টি দেশের বিভিন্ন পর্যায়ের দুই হাজার অতিথি অংশ নেবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি সম্রাট এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেওয়া ভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সিঙ্গাপুরে যাত্রাবিরতি শেষে রাষ্ট্রপতি আগামী ২৭ অক্টোবর দেশে ফিরতে পারেন। সম্রাট হিসেবে ৫৯ বছর বয়সী নারুহিতোর অভিষেকের মধ্য দিয়ে জাপানে নতুন ‘রেইওয়া’ সাম্রাজ্যের শুরু হচ্ছে। রেইওয়া শব্দটির অর্থ শৃঙ্খলা ও ঐকতান। জাপানের সম্রাটের রাজনৈতিক কোনো ক্ষমতা না থাকলেও তিনি জাতীয় প্রতীক হিসেবে ভূমিকা পালন করেন। নারুহিতো বাবা ইমেরিটাস সম্রাট আকিহিতো ৮৫ বছর বয়সে গত ৩০ এপ্রিল স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। বয়স ও স্বাস্থ্যগত কারণে এই সিদ্ধান্ত নেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা নারুহিতো ২৮ বছর বয়সে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত হয়েছিলেন। তিনি হচ্ছেন জাপানের ১২৬তম সম্রাট।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর