সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রাশিয়ার জনগণের কাছে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ

-অধ্যাপক নাওমকিন

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার জনগণ ও সরকারের কাছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রুশ বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজের বৈজ্ঞানিক পরিচালক অধ্যাপক ভিতালি নাওমকিন। গতকাল দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকরা রুশ অধ্যাপকের কাছে শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথন নিয়ে বই লেখার প্রেক্ষাপট জানতে চাইলে তিনি ওই তথ্য জানান। অধ্যাপক ভিতালি নাওমকিন বলেন, তাদের প্রকল্পটিই বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানদের সম্পর্কে লেখালেখির বিষয়ে। এরই মধ্যে তারা লেবাননের প্রেসিডেন্ট, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে লিখেছেন। ভারতের নেতাকে নিয়ে লেখার বিষয়েও আলোচনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখাও ছিল রুশ প্রকল্পের অংশ।  বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই অঞ্চলে। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার পুরনো সম্পর্ক ও সহযোগিতা বিবেচনা করলে এ দেশের নেতৃত্ব, অগ্রযাত্রা সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার সঙ্গে আমাদের আলোচনা রাশিয়ার নেতৃত্ব, রাশিয়ার জনগণের জন্য গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার ইগনাতভ, বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর