সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দুর্নীতি আছে থাকবে নিয়ন্ত্রণ করতে হবে

------------- দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশে দুর্নীতি আছে দুর্নীতি থাকবে, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে। দুদকে দুর্নীতি নেই সেটা বলতে পারব না। দুর্নীতি যেমন আছে, সেখানে জবাবদিহিতাও রয়েছে। তাই কমিটমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ।

গতকাল সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘দুদক-সিটিটিসির উদ্যোগে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, দুর্নীতি ঘটার আগে যদি সেটা ধরতে পারি সেটাই হবে আসল উদ্দেশ্য। দুর্নীতি যদি ঘটেই যায় তাহলে আমাদের থাকার উদ্দেশ্য কি? তাই আগে থেকে দুর্নীতি ধরতে আমাদের সোচ্চার  হতে হবে। দুদক চেয়ারম্যান বলেন, দুদক এখনো পুরোপুরি জনগণের আস্থা অর্জন করতে পারেনি। তবে দুদক আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, দুর্নীতি সন্ত্রাস ও জঙ্গি দমন করা গেলে দেশের অনেক উন্নয়ন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর