মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে হঠাৎ পরিবহন ধর্মঘট

যাত্রী দুর্ভোগ চরমে, চালক-মালিকদের সাজা দেওয়ার জের

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে হঠাৎ পরিবহন ধর্মঘট

ভ্রাম্যমাণ আদালতে চালক-মালিকদের সাজা দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে গণপরিবহন চালানো বন্ধ ঘোষণা করেছে শ্রমিক সংগঠনের নেতারা। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। চট্টগ্রামের ১৩টি রুটে একযোগে বাস, মিনিবাস, হিউম্যান হলার ও টেম্পু চালানো বন্ধ হয়ে যায়। তবে গতকাল ভোরের দিকে বিভিন্ন সড়কে হাতে গোনা কিছু টেম্পু দেখা গেলেও সকাল গড়াতে তাও বন্ধ হয়ে যায়। তাছাড়া নগরীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত যানবাহন এবং রিকশা-অটোরিকশা ছাড়া তেমন কোনো গাড়ি চলাচল করতে দেখা যায়নি। সকাল থেকে নগরীর কাজীর দেউড়ি, ইস্পাহানী মোড়, ওয়াসা, দুই নম্বর গেট, টাইগার পাস, বহদ্দারহাট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় অফিসমুখো লোকজনকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরও ভোগান্তি পোহাতে দেখা গেছে। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) তারেক আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাস মালিক ও শ্রমিককে কারাদ  দিয়েছেন বিআরটিএর ম্যাজিস্ট্রেট। এজন্য মালিকরা রাস্তায় গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বলেন, সাংগঠনিকভাবে কোনো ধর্মঘট ঘোষণা করিনি। কিন্তু গত রবিবার আমাদের একজন মালিক ও দুজন শ্রমিককে সাজা দেওয়া হয়েছে। এ ঘটনায় স্বাভাবিকভাবেই ভীতির সঞ্চার হয়েছে।

সর্বশেষ খবর