শিরোনাম
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আমরণ অনশনে নন এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে অসন্তোষ প্রকাশ করে আমরণ অনশনে বসেছেন আন্দোলনকারী নন-এমপিও শিক্ষকরা। গতকাল সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়েছে।  নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুদুন্নবী ডলার বলেন, আমাদের একটাই দাবি-সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের একযোগে এমপিওভুক্ত করতে হবে।  সে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মসূচি থেকে সরছি না। তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। তার আশ্বাসে আমরা সন্তুষ্ট নই। তিনি আমাদের আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যেতে আহ্বান জানিয়েছেন। আমাদের দাবি আদায় না হওয়ায় এ আশ্বাসে আমরা ফিরে যাচ্ছি না। প্রসঙ্গত, গত রবিবার রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষকরা। আলোচনায় শিক্ষামন্ত্রী দীপু মণি জানান, সুনির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও দেওয়া হবে। বিদ্যমান এমপিও নীতিমালা সংশোধন করা হবে। পরিবর্তিত নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রতিবছর এমপিও  দেওয়া হবে। এমপিওপ্রাপ্ত প্রতিষ্ঠানের মান নিয়মিত মনিটর করা হবে এবং যারা নীতিমালা অনুযায়ী ফলাফল করবে না- তাদের এমপিও বাতিল করা হবে। মন্ত্রীর এ আশ্বাসে সন্তুষ্ট নন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা।

সর্বশেষ খবর