Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২১ অক্টোবর, ২০১৯ ২৩:৫৪

বরিশাল সিটি করপোরেশনের ৩ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের ৩ কর্মকর্তা বরখাস্ত

বরিশাল সিটি করপোরেশনের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বরখাস্ত করা হয়। তবে গতকাল এই আদেশ জারি হয়।

অনিয়ম-দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্তকৃত তিন কর্মকর্তা হলেনÑ বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, বাজার শাখার সুপারিনটেনডেন্ট মো. নুরুল ইসলাম এবং ট্রেড লাইসেন্স শাখার সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান।

একই     সঙ্গে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিত আকারে জানাতে বলেছে সিটি করপোরেশন। সাময়িক বরখাস্ত হওয়ার আগে ওই তিনজনকে নিজ নিজ শাখা থেকে সরিয়ে (ওএসডি) প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে নিযুক্ত করেছিল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ ছাড়া একই দিন পৃথক অফিস আদেশে তথ্য গোপন করে ঢাকায় তথ্য কমিশনের শুনানিতে অংশ নেওয়ায় বর্তমানে সিটি করপোরেশনের প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে নিযুক্ত (ওএসডি) সাবেক জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেলকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর