Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২২ অক্টোবর, ২০১৯ ০১:৪৬

দরপতনের ধারায় শেয়ারবাজার

সব মিলিয়ে হতাশ বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক

দরপতনের ধারায় শেয়ারবাজার

আগের সপ্তাহের শেষ দুই কার্যদিবস বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। এরপর চলতি সপ্তাহের প্রথম দিনে সূচক কিছুটা বাড়ে। পরদিন গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। সব মিলিয়ে হতাশ বিনিয়োগকারীরা।

জানা গেছে, ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬১ পয়েন্টে। ডিএসইতে ৩৫০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি ৮৬ লাখ টাকা বেশি। ডিএসইতে ৩৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৩টির দর বেড়েছে। কমেছে ২৫০টির এবং ৪১টির দর অপরিবর্তিত ছিল। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ১২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল টিউবসের ১১ কোটি ৯৮ লাখ টাকা এবং ১১ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে প্রিমিয়ার ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮৭ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত থাকে ৩০টির দর। ২০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর