মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

উত্তরায় সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম গতকাল রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৯৫ লাখ টাকা। প্রকল্পটি আগামী বছরের মে মাসে শেষ হবে।

উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, ‘রাস্তায় সেন্সর বসিয়ে স্মার্ট কার পার্কিং সিস্টেমে যাচ্ছি। এতে রাস্তায় গাড়ি পার্ক করলেই আমাদের কাছে সব তথ্য চলে আসবে। নির্দিষ্ট চার্জ দিয়ে গাড়ি রাস্তায় রাখতে পারবেন।’ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, ‘ডিএনসিসির সব কাজে এলাকার সংসদ সদস্য হিসেবে আমি সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নয়ন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় মোট ২ দশমিক ৮৭৪ কিলোমিটার সড়ক, ৪ দশমিক ৯৪৮ কিলোমিটার ফুটপাথ, ৪ দশমিক ৯৪৮ কিলোমিটার আরসিসি নর্দমা ও ১ হাজার ৫০ মিলিমিটার ডায়াপাইপবিশিষ্ট ৪০০ মিটার নর্দমা নির্মাণ করা হবে। মাইশা কনস্ট্রাকশন (প্রা.) লি. এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান।

সর্বশেষ খবর