বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রংপুরে ভুয়া ক্লিনিকের দৌরাত্ম্য পাঁচ দিনে ৬ জনের মৃত্যু

বারবার ভুল চিকিৎসা

রংপুর প্রতিনিধি

গত পাঁচ দিনের ব্যবধানে রংপুরে ৪টি ক্লিনিকে ভুল চিকিৎসায় গর্ভবতী মা শিশুসহ ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মাসের পর মাস এভাবে ভুল চিকিৎসায় রংপুরের ক্লিনিকগুলোতে প্রাণহানির ঘটনা ঘটলেও স্বাস্থ্য বিভাগ যেন দেখেও না দেখার ভান করে আছে। গতকাল দুপুরে নগরীর সিও বাজার এলাকায় অবস্থিত একটি ক্লিনিকে সিজার করাতে ভর্তি হন রংপুরের কুতুবপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী শেফালী বেগম (৩৩)। বিকালে সিজার করাতে গিয়ে ভুল চিকিৎসায় মারা যান নবজাতকটি। এরপরই বারান্দায় নবজাতক ও মাকে রেখে পালিয়েছেন ক্লিনিকের মালিক, নার্সসহ কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নামসর্বস্ব ক্লিনিকটি সিলগালা করেন সিভিল সার্জন। এর আগে রবিবার রাতে নগরীর প্রাণকেন্দ্র ধাপে অবস্থিত উত্তম সেবা হাসপাতালে আখি মনি আক্তার ও তার নবজাতক সন্তানের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অরিয়ন হাসপাতালে ভুল  চিকিৎসায় অনামিকা আক্তার নামের এক নবজাতকের মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ গ্রাম থেকে সিজার করতে এসে ভুল অপারেশনের কারণে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষ গোপনে ১ লাখ টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করেন।  রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় ৫ দিনে ৬ জন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যেই অবৈধ ক্লিনিক বন্ধের অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে যে সব ক্লিনিক অবৈধ রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর