বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

যুবলীগ চেয়ারম্যানের মতোই ভাগ্যবরণ করছেন মোল্লা কাওসার

নিজস্ব প্রতিবেদক

যুবলীগ চেয়ারম্যানের মতোই ভাগ্যবরণ করছেন মোল্লা কাওসার

অব্যাহতি পাওয়া যুবলীগ চেয়ারম্যানের মতোই ভাগ্য বরণ করতে যাচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার। সম্প্রতি রাজধানীর ক্যাসিনো কারবারে ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে আসেন মোল্লা কাওসার। গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)  কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কাওসারসহ তার স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন  লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করে। এ কারণে সংগঠনের ভিতরে- বাইরে জোর গুঞ্জন শুরু হয়েছে সম্মেলনের আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের নেতারা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গাজী মেসবাউল হক সাচ্চু বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, আমরা দেখা করার জন্য আওয়ামী লীগ সভানেত্রীর সময় চেয়েছি। তিনি সময় দিলেই আমরা সাক্ষাৎ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা চাইব। জানা গেছে, দলে শুদ্ধি অভিযানে কঠোর অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার যুবলীগের প্রেসিডিয়াম, যুগ্ম সাধারণ ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তিনি বলেছেন, অভিযান চলবে, কে আত্মীয়, কে কি দেখার সময় নেই। অন্যায়কারীকে অবশ্যই শাস্তি পেতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে চলমান অভিযানে নানা অপকর্মের সঙ্গে যাদের নাম আসছে, তারা যেন সম্মেলন প্রস্তুতির সঙ্গে এবং সম্মেলনস্থলে আসতে না পারে সে জন্য নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। এর পরদিন স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ব্যাংক হিসাব জব্দ করাকে যুবলীগ চেয়ারম্যানের পরিণতি বরণ করার পূর্বাভাস হিসেবে দেখছেন সংগঠনের নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিতেও সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে আহ্বায়ক করা হয়নি। সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহকে আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেসবাহউল হক সাচ্চুকে সদস্য সচিব করা হয়েছে। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেও কাওসারকে বেশ বিমর্ষ দেখা গেছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

সর্বশেষ খবর