বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের ৯১তম জন্মদিন আজ। দিবসটি উপলক্ষে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলীতে কবি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও কলামিস্ট ছিলেন। দীর্ঘ ছয় দশক কবি এসব ক্ষেত্রে অত্যন্ত সাবলীল ধারায় লেখালেখি করে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখেন। ২০০৬ সালের ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি ইন্তেকাল করেন। আজ কবির জন্মদিন উপলক্ষে বিকাল ৫টায় বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে আলোচনা, নিবেদিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ এ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমি ও শামসুর রাহমান স্মৃতি পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

উল্লেখ্য, সাহিত্যে অবদানের জন্য শামসুর রাহমান একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, কলকাতা থেকে আনন্দ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেছিলেন।

সর্বশেষ খবর