বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দুদককে সবাই শক্তিশালী দেখতে চায় : চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের উন্নয়নে সবাই দুদককে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। আর এ জাতীয় প্রতিষ্ঠান তখনই শক্তিশালী হয়, যখন ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সর্বোচ্চ চারিত্রিক দৃঢ়তা থাকে। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কোর্সে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, দুদক হচ্ছে দুর্নীতি প্রতিরোধ ও দমনের জন্য গঠিত প্রতিষ্ঠান। কমিশনের কর্মকর্তাদের সর্বোচ্চ সততা ও স্বচ্ছতায় দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, অভিযোগের অনুসন্ধান ও তদন্তের গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা কর্মকর্তাদের দায়িত্ব। তথ্য পাচারের মতো অনৈতিক কাজে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, দুদকের কাজ-কর্ম যথাযথভাবে সময়মতো সম্পন্ন করার জন্য যে সব পদ্ধতিগত সংস্কার করা হয়েছে বা হবে, সেগুলো আমলে নিয়ে কাজ করতে হবে।

সর্বশেষ খবর