শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জাবি প্রশাসনিক ভবন অবরোধ

উপাচার্যকে দাফতরিক কাজ থেকে বিরত রাখতে কর্মসূচি

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে দাফতরিক কাজ থেকে ‘বিরত রাখতে’ দুই প্রশাসনিক ভবনে অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নতুন ও পুরান প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন তারা। উপাচার্যকে অপসারণের জন্য ‘অসহযোগিতা ও সর্বাত্মক প্রতিরোধের’ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এ অবরোধ পালিত হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ নতুন প্রশাসনিক ভবনে প্রবেশের চেষ্টা করেও আন্দোলনকারীদের বাধায় ফিরে যান। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীরাও ভবন দুটিতে প্রবেশ করতে পারেননি। এতে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। আন্দোলনকারীরা বলছেন, অধ্যাপক ফারজানা ইসলামকে তারা আর উপাচার্য ‘মানেন না’। এজন্য তাকে কোনো ধরনের প্রশাসনিক কাজও করতে দেবেন না। আর উপাচার্য যেন প্রশাসনিক কাজ করতে না পারেন সে লক্ষ্যে তারা দুই প্রশাসনিক ভবন অবরোধ করেন। ছাত্র ইউনিয়ন জাবি শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনীক বলেন, ‘দুর্নীতির দায়ে অভিযুক্ত উপাচার্যকে আমরা আর উপাচার্য হিসেবে মানি না। এজন্য তাকে কোনো ধরনের প্রশাসনিক কাজ করতে দেব না। আমাদের এ কর্মসূচি লাগাতার চলবে। তবে শুক্র ও শনিবার ছুটি থাকায় এ দুই দিন গণসংযোগ চালাব। তিনি যদি এ দুই দিন প্রশাসনিক কার্যক্রম চালানোর চেষ্টা করেন, তাহলে বাধা দেব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর