শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

তবু শৃঙ্খলা ফিরছে না খুলনার সড়কে

ব্যাটারিচালিত রিকশা বন্ধ, ট্রাফিক আইনে ৫৭২৭টি মামলা

সামছুজ্জামান শাহীন, খুলনা

তবু শৃঙ্খলা ফিরছে না খুলনার সড়কে

খুলনায় ইঞ্জিনচালিত রিকশা বন্ধ, ইজিবাইক নিয়ন্ত্রণ, মামলা-জরিমানাসহ নানাভাবে সড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছে পুলিশ ও সিটি করপোরেশন। গত এক মাসে খুলনায় ট্রাফিক আইনে মামলা হয়েছে ৫ হাজার ৭২৭টি। সেই সঙ্গে যানজট নিয়ন্ত্রণে মাত্র ৮ হাজার ইজিবাইক চলাচলের অনুমতি ও দুর্ঘটনারোধে বন্ধ করে দেওয়া হয়েছে ইঞ্জিনচালিত রিকশা। তবে নাগরিক নেতারা বলছেন, এতকিছুর পরও শৃঙ্খলা ফেরেনি সড়কে। ব্যস্ততম সড়কে যানজট ও চালকদের আইন অমান্য করার প্রতিযোগিতা আগের মতোই চোখে পড়ে। সিটি করপোরেনের যানবাহন শাখার লাইসেন্স অফিসার রবিউল আলম বলেন, কেসিসির নিবন্ধিত রিকশা রয়েছে প্রায় ১৭ হাজার। তবে এখন নবায়ন হয় মাত্র ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার। এ কারণে যানজট নিয়ন্ত্রণ ও অবৈধ রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু হয়েছে। জানা যায়, গত ১ জুলাই থেকে নগরীতে ইঞ্জিনচালিত রিকশা চলাচল বন্ধ ঘোষণা করেছে সিটি করপোরেশন। তবে তা কার্যকর হয় ১৫ অক্টোবর থেকে। শহরে ইঞ্জিনচালিত রিকশা ও ইজিবাইক কমে যাওয়ায় অতিরিক্ত ভাড়ায় ভোগান্তি বেড়েছে নগরবাসীর। অভিযোগ রয়েছে, শহরের মধ্যে একই সড়কে পাশাপাশি দ্রুতগতির ও কমগতির যানবাহন চলাচলে দুর্ঘটনা বাড়ছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব জানান, সড়কের  বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর