শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বড়দের ক্ষোভের বলি শিশু-কিশোররা

পারিবারিক সহিংসতা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

বড়দের ক্ষোভের বলি হচ্ছে চট্টগ্রামের শিশু-কিশোররা। পারিবারিক বিরোধ, কলহ, পিতা-মাতার দাম্পত্য অশান্তি ও পরকীয়ার জেরে খুন হচ্ছে শিশু-কিশোররা। মানসিক বিকৃতি, অতীতের খুনের বিচার না হওয়াসহ নানান কারণে বার বারই শিশু-কিশোররা ‘ভিকটিম’ হচ্ছে বলে মনে করেন অপরাধবিজ্ঞানী ও আইনজ্ঞরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি (অপরাধ-পুলিশসায়েন্স) বিভাগের চেয়ারম্যান ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘মানসিক বিকৃতি, সমাজের অসংগতি ও বৈষম্য এবং বিদেশি সংস্কৃতির প্রতি অতিমাত্রায় আসক্তির কারণে সমাজে বিশৃঙ্খলা বেড়েছে। যার শিকার হচ্ছে শিশু-কিশোররা। অনেক ক্ষেত্রে দেখা যায় একটি অপরাধ ঢাকতে গিয়ে আরেকটি অপরাধ জন্ম দিয়েছে।’ চট্টগ্রাম বারের সিনিয়র আইনজীবী ইফতেখার সাইমুল বলেন, ‘অতীতের ঘটনাগুলোর বিচার না হওয়ায় একই ধরনের ঘটনা বার বার ঘটছে। তবে এ বিচার না পাওয়ার পেছনে অনেকটা দায়ী ভিকটিমের পরিবার।’ ‘রুট টু রাইটস : চিলড্রেন আর স্পিকিং আপ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, দেশে গত আট মাসে হত্যার শিকার হয়েছে ২৮৫ শিশু। ধর্ষণের শিকার ৬৯৭ জন। ১৯ অক্টোবর নগরের বন্দর থানা এলাকায় পরকীয়ার জেরে মা ও তার কথিত প্রেমিকের হাতে খুন হয় শিশু ফাতেমা বেগম ও তার বাবা আবু তাহের। ১৮ অক্টোবর সদরঘাট থানা এলাকায় পারিবারিক কলহের জেরে খুন হয় কিশোর হেলাল উদ্দিন। ১৯ সেপ্টেম্বর সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে চাচা ও চাচি মিলে গুম করেন এক বছরের শিশু শামীমকে। ২৬ আগস্ট পূর্ববিরোধের জেরে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয় শেখ জাকির হোসেন সানি নামে এক কলেজছাত্রকে।

একই দিন চাচাতো মামা ধর্ষণের পর হত্যা করে নিপু আকতার নামে নয় বছরের এক শিশুকে। ৪ জানুয়ারি সৎমায়ের হাতে খুন হয় নিহাদ হাসান রাজু নামে ছয় বছরের এক শিশু। ২০১৮ সালের ৩১ আগস্ট জেলার লোহাগাড়ায় সহপাঠীর রডের আঘাতে খুন হয় শিশু মোহাম্মদ মিজান (৯)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর